• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

খেলার মাঠে

হেরে বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক:

 আপডেট: ১৮:৫৮, ২২ নভেম্বর ২০২২

হেরে বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

এবারই প্রথম নয়, এর আগেও পাঁচ বার প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তারমধ্যে একবার তারা ফাইনালও খেলেছে। তবে সৌদি আরবের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে হার যে আর্জেন্টিনার আত্মবিশ্বাসে অনেকটা ধাক্কা দেবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। তার পরে ১৯৩৪ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ২-৩ হেরে বিদায় নেয় তারা। সে বার শুরু থেকেই নকআউটে খেলা হয়। আর্জেন্টিনা হারে প্রথম ম্যাচেই। ১৯৫৮ সালেও প্রথম ম্যাচেই পশ্চিম জার্মানির কাছে ১-৩ গোলে হারে তারা। ১৯৭৪ সালে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ২-৩ গোলে হারে আর্জেন্টিনা। এর পর ১৯৮২ বিশ্বকাপে তারা প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে হারে। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে প্রথম ম্যাচে ০-১ গোলে হারে আর্জেন্টিনা। কিন্তু সেই হারের ধাক্কা সামলে একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান ম্যারাডোনারা। 

এবার সৌদি আরবের সাথে ২-১ গোলে ম্যাচ হেরে প্রথম ম্যাচে হারের হাফ ডজন পূর্ণ করলো আর্জেন্টিনা।

নভেম্বর ২২, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: