• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

চাটমোহরে এক মা এক ঘন্টায় ৩ কন্যা সন্তান জন্ম দিলেন

পাবনা প্রতিনিধি:

 আপডেট: ২১:২২, ২৭ সেপ্টেম্বর ২০২২

চাটমোহরে এক মা এক ঘন্টায় ৩ কন্যা সন্তান জন্ম দিলেন

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহরের সুমি খাতুন নামক এক মা এক ঘন্টা পাঁচ মিনিটে তিন কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তাদের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা। মা এবং তিন সন্তানই সুস্থ আছেন।

পাবনা সদর হাসপাতালে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি, সকাল ১১টায় একটি এবং ১১টা ৫ মিনিটে একটি কন্যা সন্তান জন্ম দেন তিনি।

জানা গেছে, সুমি খাতুন চাটমোহরের ছোটগুয়াখরা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী। আলতাব হোসেন পাথাইলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শারিরিক সমস্যা দেখা দিলে গর্ভবতী সুমি খাতুনকে মঙ্গলবার ভোরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি।

আলতাব হোসেনের ভাই রাব্বি জানান, মা ও তিন কন্যা সন্তান ভালো আছেন এবং পাবনা সদর হাসপাতালেই আছেন।

এ তিন কন্যা সন্তানের বড় চাচী জাকিয়া সুলতানা সময়বিডি.কম-কে জানান, কন্যা তিনজনের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা। সন্তানগুলো এবং তার মা যেন সুস্থ্য থাকে এজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, আলতাব হোসেন ও সুমি খাতুনের ছয় বছর বয়সী আরেকটি ছেলে সন্তান রয়েছে।

সেপ্টেম্বর ২৭, ২০২২

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: