• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 প্রকাশিত: ১৮:১৮, ২১ ফেব্রুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটেই প্রথমেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। পরে পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। 

সকালে প্রভাতফেরি শেষে বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। 

পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে শিল্পকলা অ্যাকাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারি ২১, ২০২৩

সালাউদ্দীন কাজল/এবি/

মন্তব্য করুন: