`উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম’র শীতবস্ত্র উপহার পেলো সহস্রাধিক মানুষ
ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শীতার্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার রাজীবপুর ইউনিয়নের বৃ-দেবস্থান নিজ বাসভবন এ শীতবস্ত্র বিতরণ করেন উত্তরাঞ্চল ঈশ্বরগঞ্জ ফোরাম, ঢাকা’র সভাপতি মোঃ মজিবুর রহমান। তিনি একাধারে একজন ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার সহস্রাধিক বেশী অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, যা সমাজের বিত্তবানদের পালন করা উচিত।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম, ঢাকা’র সাধারণ সম্পাদক এনামুল হক ভূঁইয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আমির হামজা নাজিম, ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, রাজিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোশারফ হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রাজিবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান।
শীতবস্ত্র বিতরণকালে মজিবুর রহমান বলেন, “শীতের তীব্রতায় অসহায় মানুষ কষ্ট পায়। তাদের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন: