বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ আজ থেকে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করবে যৌথ বাহিনী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শুক্রবার রাতে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এই অভিযান শুরু হবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সভাসূত্র জানায়, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। আজ শনিবার থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।
এ বিষয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
এসবিডি/এবি
মন্তব্য করুন: