গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মুজিবুর গ্রেপ্তার
ছবি- সংগৃহীত
বিস্ফোরক মামলায় ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও গৌরীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান ওরফে জিএস মজিবুরকে (৪৮) গ্রেফতার করেছে গৌরীপুর থানার পুলিশ। রোববার রাতে গৌরীপুর পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে ২০২৪ সালের নভেম্বর মাসে গৌরীপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার আদালতে প্রেরণ করা হয়।
জানা গেছে, মজিবুর রহমানের বাড়ি গৌরীপুর পৌর শহরের পুরাতন ঝলমল সিনেমা হল সংলগ্ন এলাকায়। রোববার রাতে গৌরীপুর থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ির সামনে থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, বিস্ফোরক মামলায় মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: