• ঢাকা

  •  বুধবার, জুলাই ১৬, ২০২৫

জেলার খবর

চাটমোহরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

 আপডেট: ১৬:২৪, ২২ সেপ্টেম্বর ২০২২

চাটমোহরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহর উপজেলা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে এ সম্প্রীতি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এসএস মোজাহারুল ইসলাম, অধ্যক্ষ শরিফ মাহমুদ সনজু, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ইগনাসিউস গমেজ, চাটমোহর প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

সম্প্রীতি সমাবেশে বক্তরা বলেন, চাটমোহরে সুদীর্ঘ কাল যাবত সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান। নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যার যার ধর্ম নিয়ে শান্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবারই। সামাজিক সম্প্রীতি যেন নষ্ট না হয় সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সেপ্টেম্বর ২২, ২০২২

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: