• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

জেলার খবর

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ

গৌরীপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ১৭:৩৯, ৭ অক্টোবর ২০২২

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন সময়বিডি.কম-কে জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তিনি বলেন, 'আসলে সবাই মিলে দলগতভাবে আমরা কাজ করেছি। গৌরীপুর উপজেলা শিক্ষা পরিবারের সকলেই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। যে কোনো স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে।'

উল্লেখ্য, হাসান মারুফ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর প্রাথমিকে কার্যকর মা সমাবেশ করা, টিফিন বক্স বিতরণ, স্কুল ব্যাগ বিতরণ, স্কুল বেঞ্চ বিতরণ, স্কুল ড্রেস বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন, ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিং-সহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন।

আগামী সোমবার (১০ অক্টোবর) বিভাগীয় পর্যায়ের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, জামালপুর জেলায় শ্রেষ্ঠ হয়েছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান, শেরপুর জেলায় শ্রেষ্ঠ হয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ, নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ হয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব উল আহসান।

অক্টোবর ৭, ২০২২

রায়হান/এবি/

মন্তব্য করুন: