• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

জেলার খবর

আ. লীগের উন্নয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৪৮, ২৬ অক্টোবর ২০২৩

আ. লীগের উন্নয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী, চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্যে আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার জানান, পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, ইলেকট্রিক ট্রেন, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, ফ্লাইওভার , বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, মেট্রোরেল, মেরিন ড্রাইভ সড়ক, বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রসহ সরকার ডেল্টা প্ল্যানের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। তাছাড়া অসংখ্য উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। 

উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে তিনি জনগনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আগামি জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
  
দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় সাংবাদিক সম্মেলনে পাবনা সদর, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের ১৫ বছরের উন্নয়ন তুলে ধরছেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার

অক্টোবর ২৬, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: