জীবননগরে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জামায়াতের নেতা-কর্মীরা
ছবি: সময়বিডি.কম
চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। এই এক কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে তিন গ্রামের প্রায় ছয় হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতো।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় সবাই মিলে ওই রাস্তাটির সংস্কার করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক জানান, সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালাপাড়া প্রাইমারি স্কুলের পাশ থেকে এক কিলোমিটার রাস্তা বছরের পর বছর সংস্কারের অভাবে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। যার কারণে তিন গ্রামের মানুষসহ দুইটি প্রাইমারি স্কুল, তিনটি মাদরাসা, একটি বিনোদনকেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচলে ভোগান্তি পোহাতে হয়। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হাওয়ায় প্রায় ছয় হাজার মানুষের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিষয়টি জামায়াত ইসলামের নেতা-কর্মীদের নজরে এলে তারা বারবার কর্তৃপক্ষকে বলার পরও রাস্তাটি সংস্কার হয়নি। ফলে সবাই মিলে ইট-বালু দিয়ে শুক্রবার রাস্তাটি সংস্কার করে মানুষের জন্য চলাচলের উপযোগী করে তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর সীমান্ত ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আলা উদ্দীন, সহ-সেক্রেটারি মো. জালাল উদ্দীন, সহ-সেক্রেটারি মো. জহুর আলমসহ সীমান্ত ইউনিয়নের ২নং ওয়ার্ড নেতারা।
এসকে/এবি/
মন্তব্য করুন: