• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জেলার খবর

আলমডাঙ্গায় এক সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ১৫:০১, ২১ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় এক সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে হত্যার পর রেললাইনে ফেলে গেছে অজ্ঞাত দুর্বত্তরা। 

সোমবার (২১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদুরে রেললাইনে শিলার লাশ দেখতে পান স্থানীয়রা৷

নিহত শিলা খাতুন উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের রাসেলের স্ত্রী।

মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুবল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই সুবল নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, রাতে শিলার সঙ্গে শ্বশুরবাড়িতে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল হয়। রাত ৪টার পর থেকে শিলা খাতুনকে পাওয়া যাচ্ছিল না। সকালে রেললাইনে লাশ দেখতে পায় স্থানীয়রা। তার শরীরে অস্ত্রের আঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর লাশ রেললাইনে ফেলে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের অধীনে হওয়ায় তাদের সংবাদ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন: