জীবননগরে তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
ছবি: সময়বিডি.কম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের অদূরে তেলবাহী একটি ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি খালি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে ট্রেনটির আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে এখনো অনেক সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস আটকা পড়েছে। ফলে ট্রেনের শতশত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এ কে ইউসুফ আলী বলেন, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকাজ কাজ চলমান রয়েছে।
এসইউকে/এসবিডি/এবি
মন্তব্য করুন: