• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

জেলার খবর

দামুড়হুদায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সালাউদ্দীন কাজল

 প্রকাশিত: ১২:২৬, ১ নভেম্বর ২০২৪

দামুড়হুদায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়ার্ড বিএনপির নেতা সুলতান (৪৫) নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আসামি সোহরাবকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সুলতান নাটুদহ ইউনিয়নের খলিশাপাড়া গ্রামের মৃত আফসার আলী ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক।

গত ২৩ অক্টোবর রাত ৯টার দিকে বোয়ালমারী গ্রামের ফকিরপাড়া মোড়ে এ মারামারি ঘটনা ঘটে। মারামারির ঘটনায় সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর উপজেলার খলিশাপাড়া গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ৫-৬ জন রক্তাক্ত জখম হয়। এদের মধ্যে সুলতান গুরুতরভাবে আহত হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
 
এ ঘটনার ৫ দিন পর ২৮ অক্টোবর সুলতানের ছেলে পলাশ বাদী হয়ে পাঁচজনের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন। থানা পুলিশ বুধবার বিকেলে অভিযান চালিয়ে সোহরাবকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় সোহরাব নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটক করতে পুলিশি অভিযান চলমান।

এসইউকে/এসবিডি/এবি/

মন্তব্য করুন: