• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অপরাধ

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ০৮:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২২

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ইয়াবা ও হোরোইন নিজ হেফাজতে রাখার দায়ে আব্দুল মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর
গ্রামের আবু বক্কারের ছেলে।

মামলার আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম খান ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আব্দুল মজিদকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার সকলে আদালত এ রায় দিয়েছেন।

সেপ্টেম্বর ১৪, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: