• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

অপরাধ

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 প্রকাশিত: ২২:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২২

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আল ইমরান হত্যার ঘটনায় মামলা হয়েছে। পরে মামলার প্রধান আসামী মাসুদ রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানকে কুপিয়ে হত্যা করা হয়। আজ শনিবার দুপুরে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত ইমরানের বাবা আব্দুল জলিল। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা গোবিন্দপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। 

মামলার অন্য আসামীরা হলেন- আলমডাঙ্গার নওদা বন্ডবিল গ্রামের মজিবর রহমানের ছেলে সাকিব হোসেন (২৩), ডাউকি গ্রামের ঠান্ডু রহমানের ছেলে সাকিব রহমান (২৪), গোবিন্দপুর গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে আশরাফুল হক বাবু (৩৫), নওদা বন্ডবিল গ্রামের আনার আলীর ছেলে তারেক মনোয়ার হৃদয় (২২), একই গ্রামের ফিরোজ হোসেন (২২) ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। 

তিনি আরো জানান, গ্রেপ্তারের পর আলমডাঙ্গা আমলী আদালতে তোলা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মাসুদ। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

সেপ্টেম্বর ১৭, ২০২২

সালাউদ্দীন কাজল/ এবি/

মন্তব্য করুন: