• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অপরাধ

নারী সহকর্মীকে ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৮:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

নারী সহকর্মীকে ধর্ষণ, রিমান্ডে পুলিশ কনস্টেবল

প্রতীকী ছবি

চট্টগ্রাম: মোবাইলফোনে ধারণ করা অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নারী সহকর্মীকে ধর্ষণের ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল রুবেল মিয়াকে একদিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারক মোঃ সাদ্দাম হোসেন এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা রুবেল মিয়ার (৩৬) পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া কনস্টেবল রুবেল মিয়াকে নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এক নারী পুলিশ সদস্যকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করেন কর্ণফুলী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রুবেল মিয়া। নগরীর চান্দগাঁও থানাধীন একটি আবাসিক হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখেন তিনি। পরে এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারো ধর্ষণ করেন। এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী নারী পুলিশ। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রুবেল অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদানসহ মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

এ ঘটনায় কনস্টেবল রুবেল মিয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফেব্রুয়ারি ২৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: