• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

বিনোদন

প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের প্রথম ছবি

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ২০:১৮, ১৪ এপ্রিল ২০২২

প্রকাশ্যে আলিয়া-রণবীরের বিয়ের প্রথম ছবি

তারা এখন মিস্টার অ্যান্ড মিসেস কাপূর। নতুন জীবন শুরু হলো রণবীর কাপূর এবং আলিয়া ভাটের। বলিউডে নতুন তারকা দম্পতি।

প্রায় পাঁচ বছরের প্রেমের সফল সমাপ্তি হলো বৃহস্পতিবার (১৪ এপ্রিল)। বান্দ্রার ‘বাস্তু’তে এবার শুরু হবে নতুন সংসার। 

নতুন জীবনে পা রাখার পরেই প্রকাশ্যে আসলো ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক-নায়িকার প্রথম ‘বিবাহিত’ ছবি। সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়লেন নবদম্পতি। দূরে ছাদে দাঁড়িয়ে ছবি তুলছিলেন রণবীর-আলিয়া। ফ্রেমবন্দি হলো সেই মুহূর্তই।

খুব স্পষ্ট ছবি না হলেও একটা জিনিস পরিষ্কার- বাঙালি পোশাকশিল্পী সব্যসাচীর পোশাকে সেজে বিয়ে করেছেন বর-কনে। গোলাপি আর সাদা রঙের শেরওয়ানি এবং লেহঙ্গায় সেজেছেন তারা। আলিয়ার চুল খোলা। পাগড়ি মাথায় রণবীর। একে অপরকে ছুঁয়ে দাঁড়িয়ে ছাদের কোণায়। সূত্র: আনন্দবাজার

এপ্রিল ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: