• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

অর্থ ও কৃষি

আয়কর রিটার্ন ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২২

আয়কর রিটার্ন ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে

ঢাকা: আয়কর রিটার্ন ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

প্রজ্ঞাপন অনুযায়ি, ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণে ব্যাংকে আয়কর রিটার্নের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক নয়। তবে ঋণগ্রহীতার করারোপযোগ্য আয় থাকা যাবে না। 

এ ছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়ম কিছুটা শিথিল হয়েছে। দুই লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। 

ব্যাংক ঋণ ও ক্রেডিট কার্ডে লেনদেনের এ শর্তসাপেক্ষ ছাড় আগামী বছরের ৩০ জুন পর্যন্ত থাকবে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

প্রজ্ঞাপনটি দেখুন:

বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি ঋণ আবেদন করলেই রিটার্নের প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হয়।

চলতি অর্থবছরের বাজেটে ৩৮ ধরনের সেবায় রিটার্ন দাখিলের স্লিপ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যেসব সেবা পেতে রিটার্ন জমা দিতে হবে সেগুলোর মধ্যে অন্যতম হলো- পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়, ক্রেডিট কার্ড গ্রহণ, কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার হওয়া, ব্যবসায়িক সমিতির সদস্যপদ গ্রহণ, সন্তান বা পোষ্যের ইংরেজি মাধ্যম স্কুলে পড়ালেখা করা ও অস্ত্রের লাইসেন্স নেওয়া। 

এ ছাড়া উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় নির্বাচনে প্রার্থী হলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে।

সেপ্টেম্বর ১৮, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: