ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮, নিখোঁজ ১৫১

ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপে সোমবারের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮তে উঠেছে। তবে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা অ্যাজেন্সি জানিয়েছে, এখনো আরো ১৫১ জন নিখোঁজ রয়েছে।
রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্পটি জাভার পার্বত্য এলাকায় আঘাত হানে। এর ফলে যে ভূমি ধস হয় তাতে কোথাও কোথাও পুরো গ্রাম মাটি চাপা পড়েছে।
কমপক্ষে ২২ হাজার বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়েছে এবং ৫৮ হাজারের বেশি লোক বাড়িঘর হারিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছে।
উদ্ধারকারীরা ধংসস্তুপের ভেতর থেকে বেঁচে যাওয়া লোকজন খুঁজছেন ।
জাতীয় অনুসন্ধান ও উদ্ধার অ্যাজেন্সি বলছে, নিহতদের অনেকেই শিশু - যারা দুপুর একটায় ভূমিকম্প আঘাত হানার সময় স্কুলে ছিল। আহত হয়েছে এক হাজারেরও বেশি লোক।
নভেম্বর ২৩, ২০২২
এসবিডি/এবি/
মন্তব্য করুন: