ফেব্রুয়ারিবিডি ডট কমে শুরু হলো অনলাইন বইমেলা

ছবি : সংগৃহীত
তরুণদের প্রগতিশীল মানুষ হিসেবে তৈরি করতে চালু হলো অনলাইন প্ল্যাটফর্ম ফেব্রুয়ারিবিডি ডট কম। যেখানে একাধারে কেনা যাবে বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি বই, তেমনই পাওয়া যাবে সংস্কৃতির নানা খবরাখবর। পাশাপাশি লেখক-পাঠকরা প্রকাশ করতে পারবেন তাদের সৃজনশীল চিন্তা ও মতামত। এ ছাড়া ভাষার মাস ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলার সঙ্গে তাল মিলিয়ে এই প্ল্যাটফর্মে শুরু হলো অনলাইন বইমেলা।
শনিবার (২ ফেব্রুয়ারি) গ্রিন রোডের মীরা প্রাঙ্গণে এই প্ল্যাটফর্ম ও মাসব্যাপী অনলাইন বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও দৈনিক খবরের কাগজের সম্পাদক মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন বই বাড়ির পরিচালক রবীন আহসান, মীরা ইভেন্টসের চেয়ারম্যান শুভ্রা রানী কর এবং ইকোসট্রাকটিভের নির্বাহী পরিচালক শাকিল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, ‘রবীন আহসান একজন প্রতিবাদী প্রকাশক। তাকে সব সময়ই আমরা ন্যায়ের পক্ষে কাজ করতে দেখেছি। এটিই হলো একজন প্রকৃত দেশপ্রেমিক মানুষের কাজ। আমি মনে করি, পরিস্থিতি যা-ই হোক, একজন দেশপ্রেমী মানুষ সব সময় একাত্তরের কথা বলবেন, মুক্তিযুদ্ধের কথা বলবেন, এর পক্ষের মানুষের কথা বলবেন এবং চব্বিশের গণ-আন্দোলনের কথাও বলবেন। তারই অংশ হিসেবে তিনি মুক্তিযুদ্ধের বই এবং মুক্তিযুদ্ধের পক্ষের লেখকদের বই নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছেন। তার বই বাড়ি এবং ফেব্রুয়ারিবিডি তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করতে অবদান রাখবে। তাদের সৃজনশীল মানুষ হিসেবে তৈরি করতে সাহায্য করবে।’
বর্তমানে আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি উল্লেখ করে মোস্তফা কামাল বলেন, ‘আমরা গণতন্ত্রে ফেরত যাব, সে আকাঙ্ক্ষা আমাদের সবার। কিন্তু আমরা শঙ্কিত এই উত্তাল, কঠিন পথ পাড়ি দিতে পারব কি না। এমন সময়ে রবীন আহসান মুক্তিযুদ্ধের বই বিক্রি করা বা মুক্তিযুদ্ধের পক্ষের লেখকদের বই বিক্রি করার মতো সাহসী উদ্যোগ নিয়েছেন। গত সরকারের আমলে বিভিন্ন বই, যেটা একজন তরুণের পাঠ্য হওয়া উচিত নয় বা তাদের সে বয়স হয়নি ওই বইগুলো পড়ার এবং বোঝার, তাদের ওই সব বই দিয়ে ভারাক্রান্ত করা হয়েছে। ফলে তারা মুক্তিযুদ্ধ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমাদের দায়িত্ব, এখন সেই সব তরুণের বিভ্রান্তি থেকে মুক্তিযুদ্ধের চেতনার পথে নিয়ে আসা। সে ক্ষেত্রে এই অনলাইন প্ল্যাটফর্ম কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’
ফেব্রুয়ারিবিডি বই পড়া প্রসারের কার্যক্রম বই বাড়ির একটি অনলাইন শাখা উল্লেখ করে রবীন আহসান বলেন, ‘আজকাল সব তরুণই অনলাইনে বেশি থাকেন। ফলে অনলাইনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের কাছে পৌঁছাতে না পারাটা আমাদের একটি বড় ব্যর্থতা। পাশাপাশি ইতিহাস না জানিয়েই তাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বা এ ধরনের বই পড়তে দেওয়ার ফলে তাদের কাছে এটি একটি চাপ মনে হয়েছে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে গেছেন। তাই তরুণ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের বই পড়েন এবং এর পক্ষের মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে ওঠেন, এই প্ল্যাটফর্মের এটিই লক্ষ্য। ফেসবুকে ফেব্রুয়ারিবিডি পেজ ও ইউটিউবে ফেব্রুয়ারিবিডি চ্যানেলেও থাকবে বিভিন্ন ধরনের কনটেন্ট। এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা ও মতামত প্রকাশ করব।’
এই ওয়েবসাইটের মাধ্যমে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবালসহ দেশের বিখ্যাত সব সাহিত্যিকের বই কেনার সুযোগ যেমন রয়েছে, পাশাপাশি পাওয়া যাবে কথাসাহিত্যিক মোস্তফা কামালের বেশ কয়েকটি বই। ওয়েবসাইটে পাওয়া যাবে ডিজিটাল বইও। যে বইগুলো দেশ ও দেশের বাইরে থেকেও কেনা যাবে। বিদেশ থেকে এসএসএল পেমেন্ট গেটওয়ে ছাড়াও বিকাশ, রকেটসহ বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করে বই কেনার সুযোগ রয়েছে। দেশের মধ্যে বইয়ের হোম ডেলিভারি খরচ পড়বে ৬০ টাকা। এ ছাড়া উদ্বোধন ও মেলা উপলক্ষে ওয়েবসাইটটি থেকে শ্রাবণ প্রকাশনীর বই কিনলে মিলবে ৬০ শতাংশ ছাড়।
আয়োজনটির মিডিয়া পার্টনার খবরের কাগজ এবং ইভেন্ট পার্টনার মীরা ইভেন্টস। সূত্র: খবরের কাগজ
এসবিডি/এবি
মন্তব্য করুন: