• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রবাসের কথা

মালদ্বীপে স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে

 প্রকাশিত: ০৮:৩৩, ২৬ আগস্ট ২০২২

মালদ্বীপে স্ট্রোকে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপ: মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি মোঃ ফয়সাল ইমরান (৩০) স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বুধবার (২৪ আগস্ট) রাতে তিনি মৃত্যুবরণ করেন।

জানা যায়, গতকাল বুধবার রাতের খাবার শেষে স্বাভাবিক অবস্থায় ফয়সাল ঘুমাতে যান। এর ঘণ্টাখানেকের মধ্যে তিনি হঠাৎ ব্রেন স্ট্রোক করেন। এরপর তার সহকর্মীরা তাকে মালদ্বীপের রাজধানী মালের সরকারি হাসপাতাল আই জি এম এইচ-এ নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মোঃ ফয়সাল ইমরানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়। তার বাবার নাম মো. হারুন মিয়া। ফয়সালের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার সাত মাস বয়সী এক ছেলে রয়েছে।

গত কয়েকদিন আগে মোঃ ইসমাঈল হোসেন নামে একজন প্রবাসী বাংলাদেশি ব্রেন স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তার মৃতদেহ মালদ্বীপে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনার এবং আলোকিত চাঁদপুর সংগঠনের সহযোগিতায় তার বাড়ি চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় পাঠানো হয়েছে।

আগস্ট ২৬, ২০২২

এমএকে/এবি/

মন্তব্য করুন: