• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রবাসের কথা

মালদ্বীপে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিলো বাংলাদেশ দূতাবাস

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে

 প্রকাশিত: ১২:৪৯, ১০ নভেম্বর ২০২২

মালদ্বীপে অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজ নিলো বাংলাদেশ দূতাবাস

মালদ্বীপ: মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু এলাকায় শ্রমিক কলোনি অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশে দূতাবাসের কর্মকর্তারা।

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনে প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও জসিম উদ্দিন ঘটনাস্থল ও ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল পরিদর্শন করেছেন।

এ সময় তারা অগ্নিকাণ্ডে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুরুষ শ্রমিকসহ আরা দুইজন রোগীর খোঁজখবর নেন।

বুধবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত অনেক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার কাজ শুরু করেন। এখনো নিশ্চিত করতে পারেননি নিহতের সংখ্যা কত জন হতে পারে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতাল কর্তৃপক্ষের আশঙ্কা যে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিক রয়েছে। তবে এখনো কোন দেশের কতজন তা জানা যায়নি। জানা যায়, যে ভবনে আগুন লেগেছে সেই ভবনে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের বসবাস বেশি ছিলো।

নভেম্বর ১০, ২০২২

এমএকে/এবি/

মন্তব্য করুন: