• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রবাসের কথা

বাহরাইনে জাহাঙ্গীর হোসেনের ২১ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২৩

বাহরাইনে জাহাঙ্গীর হোসেনের ২১ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী

মানামা (বাহরাইন): বাহরাইনের মানামায় ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডন্ট শেখ রশিদ বিন খলিফা আল খলিফার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দূতাবাসে বাহারাইনের বিখ্যাত ডিলমুনিয়া মলের 'কালারস অব দ্য ইস্ট' আর্ট গ্যালারিতে বাংলাদেশি ফ্রিল্যান্স শিল্পী জাহাঙ্গীর হোসেনের "Life in Motion" শীর্ষক তিন সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

সোমবার (২৩ জানুয়ারি) বাহরাইনের ন্যাশনাল আর্টস কাউন্সিলের প্রেসিডেন্টের প্রতিনিধি ন্যাশনাল আর্টস কাউন্সিলের সদস্য শাইখা দুয়া বিনতে খালিদ বিন আব্দুল্লাহ আল খলিফা অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথে প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহরাইন ন্যাশনাল কাউন্সিল ফর আর্টসের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পী, সাংবাদিক, দূতাবাসের কর্মকর্তা এবং বাহরাইনে বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

এরপর শাইখা দুয়া এবং শিল্পী জাহাঙ্গীর বিশিষ্ট অতিথিদের নিয়ে চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং অতিথিরা প্রদর্শনীতে শিল্পী জাহাঙ্গীরের প্রতিভা এবং সৃজনশীলতা যা তার শিল্পকর্ম দ্বারা বিস্ময়করভাবে চিত্রিত হয়েছে তা দেখে মুগ্ধ ও বিমোহিত হয়েছিলেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বলেন, দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরের একক শিল্প প্রদর্শনী আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে শিল্প ও সংস্কৃতির বিনিময় ঘটবে যা দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে গূরত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথিদের চা ও কফির সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশি মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।

তারা এ ধরনের একটি প্রদর্শনী আয়োজনের জন্য রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রদর্শনীটি আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

জানুয়ারি ২৪, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: