• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রবাসের কথা

শওকত আলী দিদার হত্যার নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি

জামান সরকার, হেলসিংকি থেকে

 প্রকাশিত: ১৯:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪

শওকত আলী দিদার হত্যার নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা

গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. শওকত আলী দিদারকে হত্যা এবং সভাপতি এস এম জিলানী ও রওশন আরা রত্নাসহ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিনল্যান্ড বিএনপির অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে দলের সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার এক বিবৃতিতে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও পরাজিত শক্তির দোসররা দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

নেতৃবৃন্দ বলেন, অবৈধ আওয়ামী শাসনামলে এই সন্ত্রাসীরা অনেক কালো টাকা উপার্জন করেছে। সেই কালো টাকা তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে কাজে লাগাচ্ছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এসব ঘটনা একটি গভীর চক্রান্তের বহিঃপ্রকাশ। এই সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার কোনো বিকল্প নেই। 

তারা এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ মো. শওকত আলী দিদারের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন, দলের প্রধান উপদেষ্টা মো. আবদুর রশিদ, সিনিয়র সহসভাপতি মবিন মোহাম্মদ, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, এজাজুল হক ভূঁইয়া রুবেল, তাপস খান, এনাজুল হক, মাসুদ রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোকলেসুর রহমান চপল, সাংগঠনিক সম্পাদক গাজী মো. সামসুল আলম, মো. রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম বেপারী, অঞ্জন হাওলাদার, মেহেদি হাসান লিউ প্রমুখ।

জেডএস/এসবিডি/এবি/

মন্তব্য করুন: