• ঢাকা

  •  মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

খেলার মাঠে

বিশ্বকাপ ফুটবল:

অস্ট্র্রেলিয়ার জালে ফ্রান্সের একহালি গোল

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৭:১৫, ২৩ নভেম্বর ২০২২

অস্ট্র্রেলিয়ার জালে ফ্রান্সের একহালি গোল

আর্জেন্টিনার মতো আরেকটি অঘটন ঘটতে চলেছিল। ফ্রান্সের বিপক্ষে ৮ মিনিট ২২ সেকেন্ডে অস্ট্রেলিয়া এগিয়ে যাওয়ার পর। এর আগে সৌদি আরবের কাছে ফেভারেট আর্জেন্টিনার হারে এমন আশঙ্কা একেবারেই অমূলক নয়। তবে শেষ পর্যন্ত ফ্রান্স উল্টো ঘুরে দাঁড়িয়ে পেয়েছে ৪-১ গোলের দুর্দান্ত এক জয়। 

ফ্রান্সের জয়ে জোড়া গোল করেছেন অলিভিয়ের জিরু। একটি করে গোল করেছেন আদ্রেঁয়া রাবিও ও কিলিয়ান এমবাপ্পে।

চোটের পড়ে করিম বেনজেমা নেই। একই কারণে নেই এনগালো কান্তে, পল পগবা, ক্রিস্টোফার এনকুকু এবং প্রেসনেল কিমপেম্বের মতো তারকারাও। তবে সে দুঃখ পেছনে ফেলে এগিয়ে যেতে চেয়েছিল ফ্রান্স। 

নভেম্বর ২৩, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: