• ঢাকা

  •  শুক্রবার, মে ৯, ২০২৫

খেলার মাঠে

চাটমোহরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২১:৫১, ২ মার্চ ২০২৩

চাটমোহরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিদালয়ের নিজস্ব বালুচর খেলার মাঠে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, মথুরাপুর ইউপি চেয়াম্যান শাহ আলম, উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, প্রেসক্লাবের আহ্বায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ। 

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন - জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, প্রাক্তণ ছাত্রছাত্রী ও প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মার্চ ২, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: