• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

খেলার মাঠে

রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ সেপ্টেম্বর

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২২:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু ২২ সেপ্টেম্বর

ছবি: সময়বিডি.কম

পাবনা: মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আগামি ২২ সেপ্টেম্বর পাবনার চাটমোহরে উদ্বোধন হতে যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও চাটমোহর সবুজ সংঘের আয়োজনে ঐতিহাসিক বালুচর খেলার মঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আয়োজক কমিটি সম্প্রতি স্থানীয় সবুজ সংঘে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আয়োজক কমিটি জানায়, আটটি দল এ খেলায় অংশগ্রহণ করবে। ২২ সেপ্টেম্বর  উদ্বোধনের দিন মুলগ্রাম ফুটবল একাদশ (পাবনা) বনাম নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাব, ২৫ সেপ্টেম্বর গাইবান্ধা ফুটবল একাদশ বনাম যশোরের অভয়নগর ফুটবল একাদশ, ২৯ সেপ্টেম্বর সৈয়দপুর ফুটবল অ্যাকাডেমি বনাম কাটাখালী ফুটবল অ্যাকাডেমি রাজশাহী এবং ২ অক্টোবর পলক ফুটবল একাদশ গুলশান-২ ঢাকা বনাম কিশোর ফুটবল অ্যাকাডেমি রাজশাহীর খেলা অনুষ্ঠিত হবে।

৬ অক্টোবর শুক্রবার ১নং বিজয়ী বনাম ৩নং বিজয়ী দল, ৯ অক্টোবর সোমবার ২নং বিজয়ী দল বনাম ৪নং বিজয়ী দল সেমিফাইনাল খেলবে।

১৩ অক্টোবর শুক্রবার প্রথম সেমিফাইনাল বিজয়ী ও দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

প্রতিটি খেলা বিকেল ৩টায় শুরু হবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। 

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার।

মতবিনিময়ের সময় আয়োজকদের মধ্যে আহ্বা্য়ক, ক্রিড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুস সালাম সরকার, বীর মুক্তিযোদ্ধা মরহুম রানা মাস্টারের সন্তান ও বেসরকারি সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিক মঞ্জু, সদস্য তৌহিদুল ইসলাম তাইজুল, আরমান হোসেন, আনোয়ার হোসেন, কাওসার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় চাটমোহর প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, আমাদের বড়াল সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস এম হাবিুর রহমান, কালবেলা ও ডেইলি বাংলাদেশ পোস্ট প্রতিনিধি ইকবাল কবীর রনজু, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ভোরের দর্পন প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ, সমকাল প্রতিনিধি শামিম হাসান মিলন,  চ্যানেল টোয়েন্টিফোর ও আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি নূরুল ইসলাম, আজকের পত্রিকার চাটমোহর প্রতিনিধি তুষার ভট্টাচার্য্য ও সাংবাদিক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেপ্টেম্বর ১৯, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: