• ঢাকা

  •  শুক্রবার, মে ৩, ২০২৪

প্রযুক্তি

গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীর সহজলভ্য জ্বালানি আবিস্কার

গৌরীপুর প্রতিনিধি:

 প্রকাশিত: ১৬:৩০, ১৮ জুন ২০২৩

গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীর সহজলভ্য জ্বালানি আবিস্কার

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে পেট্টোল ও গ্যাসের সাহায্যে পানিতে প্রবাহ সৃষ্টির মাধ্যমে সহজলভ্য জ্বালানি আবিস্কার করেছে ক্ষুদে বিজ্ঞানী মোঃ আবু হারেছ। এর ফলে এক তৃতীয়াংশ খরচ কমানো সম্ভব হবে।

বিশ্বব্যাংক ও এএসএসইডি (এস্টেড) প্রকল্পের অধীনে গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত দক্ষতা বিষয়ক প্রতিযোগিতায় এ আবিস্কারের বিষয়টি প্রদর্শিত হয়। এ আবিস্কার দেখতে শনিবার (১৭ জুন) ছিল উৎসুক মানুষের ভিড়। 

এ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ১৫টি ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার। একক দক্ষতা অর্জনে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মোঃ আবু হারেছ।

বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন ময়মনসিংহ বিভাগের কারিগরী শিক্ষার পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, অ্যাকাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, বিএম শাখার চিফ ইন্সট্রাক্টর মাজুদা বেগম, ইন্সট্রাক্টর (ইলেকট্টিক্যাল) মোঃ আরিফুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের আবু খায়ের মোহাম্মদ মনিরুর হাছান, গণিত বিভাগের মোহাম্মদ আলমগীর কবির, রসায়নের মুহাম্মদ আবিদ হাসান রাফি, ইংরেজি বিভাগের সুমা আক্তার, শিক্ষক এনামুর হক, মোঃ বেলার হোসেন, গোপাল চন্দ্র সাহা, মোহাম্মদ মামুনুর রহমান, কাজী আনছার উদ্দিন, খায়রুল আলম, জান্নাতুল ফেরদৌসী, মোঃ মঞ্জুরুল হক, মোঃ আনিসুর ইসলাম প্রমুখ।

ক্ষুদে বিজ্ঞানী আবু হারেছ তারাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের নিবাসী মোঃ বাবুল মিয়ার ছেলে।

আবু হারেছ জানায়, তিন সদস্যের একটি পরিবার মাত্র ১১৭ টাকা ব্যয় করে এক লিটার পেট্টোল ব্যবহার করে ১০-১৫ দিনের রান্না চালাতে পারবেন। যেখানে এলপিজি গ্যাস ব্যবহার করলে ব্যয় হবে প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা। গৃহিণীরা সহজেই ব্যবহার করতে পারবেন। বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশে বা বিদেশ কোথাও এ পদ্ধতি চালু হয়নি।

বিজয়ীরা হলো - একক প্রতিযোগিতায় আবু হারেছ, এসকে সিজান, আরিফুল ইসলাম আবির। দ্বৈতভাবে মোঃ ইয়াসিন, খাইরুল ইসলাম আবির, প্রীতম পাল, শুভ, শংকর দীপ বিশ্বাস, তাফেতজামান সামি। দলীয়ভাবে ওমর ফারুক রাফি, মাহাদী নুর আহমেদ, মাহফুজ রানা। দ্বিতীয় আবির হাসান, মোঃ আহাদ ও রাফাত মিয়া। তৃতীয় শাহরিয়ার আহমেদ সাজিন, স্বর্ণক হাসান, সোহান মিয়া।

জুন ১৮, ২০২৩

রায়হান উদ্দিন সরকার/এবি/

মন্তব্য করুন: