• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

বাংলাদেশ

ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি রাজধানীতে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৯:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি রাজধানীতে গ্রেপ্তার 

নওশেল আহমেদ অনি

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে তাকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
 
এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের সহকারী পরিচালক পুলিশের সিনিয়র এএসপি ইমরান খান ইমন জানান, গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের অভিযোগ রয়েছে অনির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওচিত্রে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সে মামলার ২৩ নম্বর আসামি তিনি।

এসবিডি/এবি

মন্তব্য করুন: