গৌরীপুরে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকীতে আলোচনাসভা

ছবি: সময়বিডি.কম
গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা মিতু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথসহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠনগুলোর মাঝে গাছের চারা বিতরণ ও যুবঋণ প্রদান করা হয়।
আগস্ট ৫, ২০২৩
রায়হান/এবি/
মন্তব্য করুন: