• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অর্থ ও কৃষি

বিশ্বের দুই-তৃতীয়াংশ সম্পদ ১ শতাংশ ধনীর হাতে: অক্সফাম

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১১:১১, ১৭ জানুয়ারি ২০২৩

বিশ্বের দুই-তৃতীয়াংশ সম্পদ ১ শতাংশ ধনীর হাতে: অক্সফাম

দাতব্য সংস্থা অক্সফাম বলছে, ধনীদের সম্পদের পরিমাণ ৪২ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের ৯৯ শতাংশ জনসংখ্যার আয়ের প্রায় দ্বিগুণ। অর্থাৎ বিশ্বের দুই-তৃতীয়াংশ সম্পদ ভোগ করছে' ১ শতাংশ ধনী।

সোমবার (১৬ জানুয়ারি) প্রকাশিত 'ধনীদের বেঁচে থাকা নিয়ে' এক প্রতিবেদনে অক্সফাম বলেছে, বিশ্বের ধনীরা আরও ধনী হচ্ছে।

অক্সফাম হিসাব করে দেখেছে, বিশ্বের অন্তত ১.৭ বিলিয়ন বা ১৭০ কোটি কর্মী এখন এমন সব দেশে বাস করে, যেখানে মুদ্রাস্ফীতি মজুরিকে ছাড়িয়ে যাচ্ছে। যার অর্থ মানুষ আরো দরিদ্র হচ্ছে। 

অন্যদিকে, মুদ্রাস্ফীতির ফলে খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় ধনকুবেরদের সম্পদও বহুগুণ বেড়ে গেছে।

অক্সফাম জ্বালানি সংস্থাগুলোর উপর আরোপিত অবাধ ট্যাক্সগুলোকে বড় বড় মুনাফা অর্জনকারী খাদ্য সংস্থাগুলোর ওপর সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।

তারা বিশ্বের কোটিপতি এবং ধনকুবেরদের উপর ৫ শতাংশ পর্যন্ত ট্যাক্স ধার্য করতে চায়৷

বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এই সপ্তাহে দাভোসের সুইস স্কি রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে।  অক্সফাম বলেছে, ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো চরম সম্পদ এবং চরম দারিদ্র্য একই সাথে বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিক্রিয়া হিসাবে, ন্যায্য কর আরোপের আহ্বান জানিয়েছে৷

শত শত ধনকুবের, কয়েক ডজন সরকারি মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর ডব্লিউইএফ- সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনকে ব্যাপকভাবে বিশ্বব্যাপী অতি ধনী ব্যক্তিদের এক মিলনমেলা হিসেবে দেখা হয়। 

জানুয়ারি ১৭, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: