• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ভিনদেশ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধে জিততে হলে পারমাণবিক শক্তি মোকাবিলা করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৯:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

যুদ্ধে জিততে হলে পারমাণবিক শক্তি মোকাবিলা করতে হবে

ছবি: সংগৃহীত

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে পারমাণবিক শক্তিকে মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ‘ইউক্রেন নিয়ে শান্তি প্রস্তাবের বিকল্প খোঁজা নির্বুদ্ধিতার সামিল। একই সঙ্গে তিনি পশ্চিমাদের সতর্ক করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে পারমাণবিক শক্তিকে মোকাবিলা করতে হবে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন।

২০২২ সালে ইউক্রেনে পুরোপুরি যুদ্ধ শুরু করে রাশিয়া। এর ৯ মাস পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এ যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সনদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মস্কোকে ১০ দফা প্রস্তাব দেয়। কিন্তু রাশিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

ল্যাভরভ বলেন, পারমাণবিক শক্তি ব্যবহার করে এ যুদ্ধে জয়লাভ নিয়ে কথা বলতে আমি এখানে আসিনি। বরং কিয়েভের সমর্থক পশ্চিমাদের সতর্ক করে বলতে চাই, শান্তি প্রতিষ্ঠায় আলোচনার কোনো বিকল্প নেই।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৪০ এর দশকে পশ্চিমা জোট যেমন সোভিয়েত ইউনিয়নকে ধ্বংসের পায়তারা করেছে ঠিক একইভাবে তারা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে সে রকমই একটা সুবিধা নিতে চায়।

জাতিসংঘে দেওয়া বক্তৃতায় ল্যাভরভ গাজা পরিস্থিতিও তুলে ধরেন। এছাড়া হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতের পিছনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনকেও দায়ী করেছন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রয়টার্স

এসবিডি/এবি

মন্তব্য করুন: