• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

গর্জে উঠো ‍‌‌‍‍‍‌‌‌‌~ আসাদুজ্জামান খান মুকুল

 আপডেট: ১৭:২১, ২৮ অক্টোবর ২০২২

গর্জে উঠো ‍‌‌‍‍‍‌‌‌‌~ আসাদুজ্জামান খান মুকুল

উৎপীড়কের অত্যাচারে
নিত্য যখন পরান কাড়ে
ভুজঙ্গিনীর বেশে,
মাতঙ্গিনীর ন্যায়ে নাচন
আসে তথায় উল্টো ত্রাসন
প্রতিহত শেষে!

উৎপীড়িত আছে যারা
অগ্নিদাহ্যে হলে সারা
অশ্বের বেগে ছুটে,
ঈশাণ কোণের ঘুর্ণিবাতে
তাণ্ডবেতে তারাই মাতে
অধিকার নেয় লুটে!

গর্জে উঠো নিপীড়িত
হৃদয় করে আন্দোলিত
সাহস রেখে দুখে!
দুর্নীতিবাজ মুখোশধারীর
অন্যের স্বপ্ন হরণকারীর
ত্রিশূল হানো বুকে!

দেশদ্রোহী আর ফড়িয়া
আমজনতার ঘাড় ধরিয়া
শোষণ করে তারা,
করবে কেন তাদের ভক্তি
ঝরাও তোমার গায়ের শক্তি
এদের করো তাড়া!!

মন্তব্য করুন: