• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রবাসের কথা

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে

 প্রকাশিত: ০৯:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২২

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপ: মালদ্বীপের রাজধানী মালেতে সাঈদ শেখ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তিনি মৃত্যুবরণ করেন।

মোঃ সাইদ শেখ মালের একটি দোকানে কাজ করতেন।

জানা যায়, প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে আসার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলেন তার রুমে থাকা সহকর্মীরা মালের আই জি এম হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, তিনি স্টোক করে মারা গেছেন।

মোঃ সাঈদ শেখ একজন অনিয়মিত কর্মী ছিলেন। তিনি ২০১৯ সালে ভাগ্য পরিবর্তনের জন্য প্রবাসে এসে চিরদিনের জন্য বিদায় নিলেন দুনিয়ার থেকে। নিয়তির পরিহাসে থেমে গেলো ভাগ্যের চাকা। 

মোঃ সাঈদ শেখের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার সাতবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মোঃ আবদুল কাদের।

সাঈদের পরিবার পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে সহযোগিতায় লাশ বাংলাদেশে পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন।

এদিকে মালদ্বীপে ফেনী জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। 

সেপ্টেম্বর ২৪, ২০২২

এমএকে/এবি/

মন্তব্য করুন: