মালদ্বীপে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালদ্বীপ: মালদ্বীপের রাজধানী মালেতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মোঃ শরিফ উদ্দিন নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
গত বুধবার (১৬ নভেম্বর) ঘটনার পর তাৎক্ষণিক তার সহকর্মীরা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
জানা যায়, শরিফ উদ্দিন মালদ্বীপের আরসিসি কোম্পানির শ্রমিক ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের পাটধা গ্রামে। তার বাবার নাম মোঃ রমিজ উদ্দিন। তিনি ২০১৬ সালে মালদ্বীপে আসেন।
মোঃ শরিফ উদ্দিনের মরদেহ বাংলাদেশে পাঠাতে মালদ্বীপ প্রবাসী কাজী মুখলেস সহযোগিতা করছেন।
নভেম্বর ১৯, ২০২২
এমএকে/এবি/
মন্তব্য করুন: