• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

প্রযুক্তি

আটোয়ারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ১৭:২৪, ২৩ নভেম্বর ২০২২

আটোয়ারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী।

এর পর অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। 

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোবারক হুসেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নভেম্বর ২৩, ২০২২

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: