• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

বিনোদন

ছেলের মা হলেন সোনম কাপূর

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৪৩, ২০ আগস্ট ২০২২

ছেলের মা হলেন সোনম কাপূর

শেষমেশ এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দাদু হলেন অনিল কাপূর। শনিবার (২০ আগস্ট) লন্ডনের একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর-আনন্দ অহুজা দম্পতি।

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তারপর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম।

শোনা যাচ্ছে, সন্তানকে নিয়ে লন্ডন থেকে কিছুদিনের মধ্যে মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে অন্তত ছয় মাস কাটাবেন। পরিবারের সান্নিধ্যে লালন করবেন ছেলেকে। এর পরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তার নিজস্ব বাড়ি রয়েছে।

তবে কাজে ফিরবেন দ্রুত, এমনটাই ভেবে রেখেছেন। সন্তানকে একটু বড় করেই আবার ছবিতে চুক্তিবদ্ধ হবেন।

আগস্ট ২০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: