• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ছুটির ফাঁকে

মাঝ আকাশে ফেটে গেলো গো ফার্স্টের ফ্লাইটের উইন্ডশিল্ড

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৯:১৬, ২০ জুলাই ২০২২

মাঝ আকাশে ফেটে গেলো গো ফার্স্টের ফ্লাইটের উইন্ডশিল্ড

ভারতের বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্টের দিল্লি-গুয়াহাটি ফ্লাইট যখন মাঝ আকাশে তখন বিমানের উইন্ডশিল্ড ফেটে গেছে। এরপরই পাইলট বিমানটির মুখ ঘুরিয়ে জয়পুরে নিয়ে যায়।

এর আগে গতকাল গো ফার্স্টের দু’টি বিমানে বিপত্তি দেখা দেয়। ফলে ফ্লাইট গন্তব্যে পৌঁছতে পারেনি।

গতকাল গো ফার্স্টের মুম্বাই-লেহ এবং শ্রীনগর-দিল্লি ফ্লাইটে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। এর জেরে উভয় বিমানই বসিয়ে দেয়া হয়। মঙ্গলবার ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় গো ফার্স্টের মুম্বাই-লেহ ফ্লাইটটিকে দিল্লির দিকে ঘুরিয়ে দেয়া হয়েছিল।

ডিজিসিএ কর্মকর্তারা জানিয়েছেন, গো ফার্স্টের শ্রীনগর-দিল্লি ফ্লাইটের ইঞ্জিনেও মাঝ আকাশে ত্রুটি দেখা দেয়। এরপর এটি শ্রীনগরে ফিরে আসে।

প্রসঙ্গত, ভারতে পরপর বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ার প্রেক্ষিতে গত সোমবার দেশটির ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন জানায়, উড়ানের আগে প্রতিটি বিমান পরীক্ষা করবেন নির্দিষ্ট লাইসেন্সধারী কর্মীরা। তাদের ছাড়পত্র পেলে তবেই উড়ার অনুমতি পাবে কোনো বিমান।

জুলাই ২০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: