• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

গণি মিয়ার জিজ্ঞাসা ~ সুফিয়া বেগম

 প্রকাশিত: ০৮:৪৫, ১৪ নভেম্বর ২০২২

গণি মিয়ার জিজ্ঞাসা ~ সুফিয়া বেগম

রিজার্ভ নামছে ব‍্যবসা কমছে
সংকট বাড়ছে দেশে।
ভাবছে ভয়ে সাধারণে
খাদ‍্য মিলবে কি শেষে?

এ অবস্থা নয় শুধু
আমার বাংলাদেশে,
বিশ্বজুড়ে আশঙ্কা এখন
মন্দা আসছে দেশে দেশে।

স্বল্প সম্পদের এদেশে
কি হবে মন্দা আসলে?
গরিব বাঁচবে কি করে
খাদ‍্য যদি না মিলে?

কেন এমন হবে 
ফসল তো ঠিকই ফলে?
কি উত্তর দিবে শাসকরাজা
গণি মিয়ার এ প্রশ্নে?

আমজনতা রিজার্ভ বোঝে না
বোঝে শুধু পেটের ক্ষুধা,
ক্ষুধার অন্ন সে নিজেই ফলায়
তবু কেন সে থাকবে ভুখা?

গণি মিয়াকে এর কারণ বোঝানো
নয় তো অত সোজা
পাচারকারির বিচার হয় না কেন?
তার সহজ জিজ্ঞাসা।

আমাদের চেনা গণি মিয়া
অন‍্যের জমি করত চাষ
নিজের ভাগের অংশ নিয়ে
সুখে থাকত বারোমাস।

আজকের গণি মিয়া
নিজের জমি করছে চাষ
তবু কেন মিলবে না তার
সুখের বসবাস?

শোনেন শোনেন জ্ঞানী-গুণি
শোনেন সবে মহাজন
থাকবে না আপনার লাট-বাহাদুরি
গণি মিয়ারা করলে অনশন।

আপনার কোটি টাকার গাড়ি
আর আলিশান বাড়ি
সবকিছুর আড়ালে আপনি 
নন তো পাচারকারি?

এখন সময় সংকট 
আশঙ্কা মহা মন্দার
আপনি তো সাচ্চা দেশপ্রেমিক!
দেশের কথা ভাবুন একবার।

গণি মিয়াদের ঘামেঝরা উৎপাদনে
দেশের উন্নয়নের চাকা ঘুরে।
এই চাকায় জং ধরিয়ে
আছেন আপনি মহাসুখে।

আপনার এ চেহারা গণি মিয়ারা
চিনবে যেদিন ভালো করে
দাঁড়াতে হবে সেদিন আপনাকে 
এই জনতার আদালতে।

রিজার্ভ কেন কমে?
সম্পদ কিভাবে যায় বিদেশে?
সেদিন সব প্রশ্নের উত্তর
গণি মিয়ারা ঠিকই বুঝবে।

অতএব সাধু সাবধান!
নিজেকে যদি বাঁচাতে চান
কপট দেশপ্রেমিকের লেবাস ছেড়ে
খাঁটি দেশপ্রেমিক হয়ে যান।

দেশকে ভালোবেসে
গণি মিয়াদের কথা ভেবে
নিজের লালসার হাত গুটিয়ে
দেশের পাশে দাঁড়ান এই সংকটে।

মন্তব্য করুন: