• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

আমার প্রিয় নান্দাইল ‍~ সুফিয়া বেগম

 প্রকাশিত: ০৮:৩৬, ১২ জানুয়ারি ২০২৩

আমার প্রিয় নান্দাইল ‍~ সুফিয়া বেগম

যদি মন চায় চলে এসো,
চলে এসো মায়াভরা নান্দাইলে,
যদি মন চায় ভালোবেসো,
ভালোবেসো এই নান্দাইলকে।

এখানে পাখির কন্ঠে 
নিত‍্য সকাল নামে,
সম্ভাবনার ঘোমটা খুলে,
এখানে সূর্যের রক্তিম আকরে
প্রতিদিন সন্ধ‍্যা নামে
রাতের অভিসারে হারাবে বলে।

এই সকাল, এই সন্ধ‍্যা
আমার সুখের বেঁচে থাকা।
এসো যদি দেখা পাবে এই নান্দাইলে।

এখানে সবুজের মায়াবি মায়ায়
মন হারায় বারবার
প্রকৃতির নিবিড় আলিঙ্গনে,
এখানে জীবনের রংধনু
সাত রংয়ের ছবিতে
নিজেকে আঁকে পাতার গায়ে।
এই পাতার বাঁশির সুর আছে নান্দাইলে।

এখানে আকাশ আর মাটি
মন হারানো সুরে মাখামাখি 
বাতাসে নিরন্তর শুদ্ধতার হাতছানি,
এখানে ফসলের মাঠে
কৃষকের সুখ হাসে
একেই আমি বাংলা জানি।
এই বাংলাকে পাবে তুমি আমার প্রিয় নান্দাইলে।

মন্তব্য করুন: