সিরাজগঞ্জ চেম্বার ভবনে নাসিমের ম্যুরাল স্থাপন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের সামনে স্থাপন করা হয়েছে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ম্যূরাল।
বুধবার (২১ সেপ্টেম্বর) এস এস রোডের চেম্বার ভবনে ম্যূরাল উদ্বোধন করেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
উদ্বোধন শেষে চেম্বার ভবনের হলরুমে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য।
এতে বক্তব্য দেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ইসাহাক আলী, চেম্বার অব কমার্সের পরিচালক সাংবাদিক হীরক গুন, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক রাশেদ ইউসুফ জুয়েল।
সেপ্টেম্বর ২১, ২০২২
মৃণাল সরকার মিলু/এবি/
মন্তব্য করুন: