• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

জেলার খবর

ভিশন ২০৪১ বাস্তবায়নে ড. হোসেন মনসুরের মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৯:৪৮, ১ অক্টোবর ২০২৩

ভিশন ২০৪১ বাস্তবায়নে ড. হোসেন মনসুরের মতবিনিময়

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ গঠন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাড়াশ পৌরসভার ৬নং ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ড. হোসেন মনসুর।

রবিবার (১ অক্টোবর) বিকেলে জাহাঙ্গীরগাঁতী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুর ।

এ সময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিরাজগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশায় দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন দিবেন বলে শতভাগ আশা ব্যক্ত করেন তিনি। 

তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনটি বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ড. মনসুর।

শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া এবং একযোগে নৌকায় ভোট চেয়ে প্রচারণা সভা শেষ হয়।

অক্টোবর ১, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: