• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিনদেশ

চীনে ওয়ার্কশপে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১০:২৭, ২২ নভেম্বর ২০২২

চীনে ওয়ার্কশপে আগুন লেগে ৩৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মধ্য চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি ওয়ার্কশপে আগুন লেগে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার ব্যক্তিমালিকানাধীন কাইশিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেডে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।

আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ৬৩ গাড়ি কাজ করে। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২৪০ জনের বেশি উদ্ধারকর্মী এবং ৬৩টি অগ্নিনির্বাপক যন্ত্র আগুন নেভাতে কাজ করেছে। এ সময় মানসিক পরামর্শদাতারা ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য ঘটনাস্থলে ছিলেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করার কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

নভেম্বর ২২, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: