• ঢাকা

  •  সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

ভিনদেশ

আফগানিস্তানে মসজিদে স্মরণসভায় বোমা বিস্ফোরণে নিহত ১৫

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৪৪, ৯ জুন ২০২৩

আফগানিস্তানে মসজিদে স্মরণসভায় বোমা বিস্ফোরণে নিহত ১৫

বিস্ফোরণের পর ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে মুসল্লিরা।

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের একটি মসজিদে ইসলামিক স্টেটের হামলায় নিহত তালিবানের প্রাদেশিক ডেপুটি গভর্নরের জন্য আয়োজিত একটি স্মরণসভায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের প্রধান সংবাদ চ্যানেল টোলো নিউজ।

টোলা নিউজ জানায়, কমপক্ষে ১৫টি মৃতদেহ এবং আহত প্রায় ৫০ জনকে ফাইজাবাদের প্রধান হাসপাতালে আনা হয়েছে।

তবে বৃহস্পতিবার (৮ জুন) এই হামলার বিষয়ে তালিবান নেতৃত্বাধীন আফগান স্বরাষ্ট্র মন্ত্রক টুইটারে জানিয়েছে, প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের ওই বিস্ফোরণে কমপক্ষে ১১ জন মুসল্লি নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

স্থানীয় তথ্য অফিসের প্রধান মোয়াজউদ্দিন আহমাদি ভয়েস অফ আমেরিকাকে টেলিফোনে জানিয়েছেন, নিহতদের মধ্যে নিকটবর্তী উত্তর বাগলান প্রদেশের একজন সাবেক তালিবান পুলিশ প্রধানও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মানুষ ভর্তি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অনেক নামাজি হতাহত হন। তাতে নিহতের সংখ্যা আরো বড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

গত মঙ্গলবার বাদাখশানের ডেপুটি গভর্নর মৌলভী নিসার আহমেদ আহমাদি ফাইজাবাদে কাজ করতে যাওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি তার গাড়িতে ধাক্কা মারে। বিস্ফোরণে আহমাদি ও তার গাড়িচালক নিহত এবং ১০ জন আহত হন।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) দাবি করেছে, আফগানিস্তানে তাদের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান এই গাড়িবোমা দিয়ে হামলা চালিয়েছে। 

আফগানিস্তানের পার্বতবেষ্টিত প্রদেশটি চীন, তাজিকিস্তান এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত।

প্রায় দুই বছর আগে তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর থেকে আইএস খোরাসানের হামলায় বেশ কয়েকজন শীর্ষ তালিবান নেতা নিহত হয়েছেন ।

গত ডিসেম্বরে আইএস খোরাসানের গাড়ি বোমা হামলায় বাদাখশানের তালিবান পুলিশ প্রধান নিহত হন।

গত মার্চ মাসে উত্তরাঞ্চলে বালখ প্রদেশের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলকে আত্মঘাতী বোমা হামলায় হত্যা করা হয়। আইএস খোরাসানতালিবানের অন্যতম শীর্ষ এই নেতাকে হত্যার কৃতিত্ব তারা নিয়েছে।

তালিবানরা আইএস খোরাসানের কট্টর শত্রু এবং আফগানিস্তানে তাদের আস্তানায় নিয়মিত অভিযান চালিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর উচ্চ পদস্থ সদস্যদের হত্যা করে। - ভিওএ

জুন ৯, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: