বেলকুচিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: সময়বিডি.কম
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫১তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনব্যাপি স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আয়োজনে ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে।
৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণে সভাপতিত্ব করেন, সোহাগপুর নতুন পাড়া এ এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলমসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
জানুয়ারি ১২, ২০২২
মৃণাল সরকার মিলু/এবি/
মন্তব্য করুন: