• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ছুটির ফাঁকে

কলকাতা-আগরতলা ট্রেন চলাচল উদ্বোধন

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৩:০৮, ১৪ অক্টোবর ২০২২

কলকাতা-আগরতলা ট্রেন চলাচল উদ্বোধন

ছবি: সংগৃহীত

কলকাতা থেকে এতদিন ত্রিপুরা যেতে ভরসা ছিল আকাশপথ। এবার ভারতীয় রেলের নতুন পদক্ষেপে কলকাতা থেকে সরাসরি আগরতলা ঢুকবে ট্রেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আগরতলা স্টেশন থেকে কলকাতা অভিমুখে ট্রেনযাত্রার সূচনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জানা গেছে, বৃহস্পতিবার আগরতলা স্টেশন থেকে আগরতলা-খোংসাং ও আগরতলা-কলকাতা এক্সপ্রেসের যাত্রাপথের সূচনা করেন রাষ্ট্রপতি।

এতদিন পর্যন্ত কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে যে ট্রেনটি চলাচল করতো, সেই ট্রেনটি এবার থেকে চলে যাবে আগরতলায়।

আপাতত সপ্তাহে একদিন এই ট্রেনটি চলবে। ট্রেনটিতে ফার্স্ট ক্লাস এসি, পাঁচটি এসি থ্রি টায়ার, ছটি স্লিপার-সহ মোট ১৪ টি কোচ থাকবে। 

প্রতি বুধবার সকাল সাড়ে ৭টায় এই ট্রেন আগরতলা স্টেশন থেকে ছেড়ে পরের দিন বেলা ৩টা নাগাদ কলকাতায় পৌঁছাবে।

অন্যদিকে প্রতি রবিবার রাত ৯টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে কলকাতা আগরতলা এক্সপ্রেস। আর আগরতলায় পৌঁছাবে এই ট্রেন মঙ্গলবার ভোর সোয়া ৫টায়।

অক্টোবর ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: